Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরের এপিএস পরিচয়ে প্রতারণা, কারাগারে প্রতারক


২৭ ডিসেম্বর ২০২০ ২০:০৫

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এপিএস পরিচয় দিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোজাম্মেল হক ইয়াসিন (৩৩) নামে এক প্রতারককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস জামিন এ আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের এসআই বাবুল মিয়া আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামির পক্ষে মো. ইব্রাহিম জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৩ ডিসেম্বর কামরাঙ্গীরচর থানার জাউলাহাটি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালী জোনাল টিম। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম সম্বলিত সিল ও বিভিন্ন নিয়োগ সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়।

সাইফুর রহমান আজাদ বলেন, মাঈন উদ্দিন নামে এক ব্যক্তিকে অস্থায়ী কার্য সহকারী পদে চাকরি দেওয়ার জন্য মন্ত্রীর সিল ও স্বাক্ষর জাল করে আগারগাঁও এলজিইডির ভবনে প্রধান প্রকৌশলীর বরাবর একটি আবেদন করেন। বিষয়টি এলজিইডি অফিস কর্তৃপক্ষের সন্দেহ হলে এলজিইডি অফিস কর্তৃপক্ষ এ সংক্রান্ত বিষয়ে শের-ই বাংলা নগর থানায় একটি মামলা রুজু করে। মামালার প্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর কামরাঙ্গীরচর থানার জাউলাহাটি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ২৪ ডিসেম্বর তার রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের প্রতারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর