Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৩০৭ মৃত্যু


২৭ ডিসেম্বর ২০২০ ১৮:৩৯

ব্রাজিলে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩০৭ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।

একই সময়ে, দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭ হাজার ২৪৬ জন। শনিবার (২৬ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে, এ পরিস্থিতিতেও ব্রাজিলে বিলম্বিত করোনা টিকাদান কর্মসূচি নিয়ে চিন্তিত নন প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ব্রাজিলে বর্তমানে মোট করোনাভাইরাস শনাক্তের সংখ্যা প্রায় ৭৫ লাখ। আর এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৯০ হাজার ৭৯৫ জন।

সম্প্রতি করোনা টিকাদান কর্মসূচি নিয়ে সমালোচনা এবং চাপের মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। গোটা বিশ্বে এরই মধ্যে টিকা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে গেলেও ব্রাজিলের বলসোনারো সরকার এখনও এ কর্মসূচি নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।

অন্যদিকে, শনিবার (২৬ ডিসেম্বর) ব্রাসিলিয়ায় সাংবাদিকরা বলসোনারোকে প্রশ্ন করেন, ব্রাজিলে টিকাদান কর্মসূচিতে দেরি হওয়া নিয়ে সমালোচনায় তিনি চাপে আছেন কি না?

জবাবে বলসোনারো বলেন, তাকে কেউ কোনকিছুর জন্য চাপে ফেলতে পারেন না। তিনি এসব গায়েও লাগান না। তার ওই বক্তব্যের ভিডিও সম্প্রচার করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

করোনায় মৃত্যু কোভিড-১৯ জাইর বলসোনারো নভেল করোনাভাইরাস ব্রাজিল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর