Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপুলসহ আরও ৮ জনের ৫৩ ব্যাংক ফ্রিজের আদেশ


২৭ ডিসেম্বর ২০২০ ১৭:৫০

ঢাকা: মানি লন্ডারিং আইনের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলসহ ৮ জনের আরও ৫৩ ব্যাংকের একাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এদিন সিআইডি আসামিদের বিরুদ্ধে ৫৩ টি ব্যাংক একাউন্ট ফ্রিজের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটরই তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অপর আসামিরা হলেন পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন, ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির, জেসমিন প্রধানের কোম্পানি জে ডব্লিউ লীলাবালী, কাজী বদরুল আল লিটনের মালিনাধীন কোম্পানি জব ব্যাংক ইন্টারন্যাশনাল এবং এ কোম্পানির ম্যানেজার গোলাম মোস্তফা এবং অজ্ঞাতপরিচয় আরও ৫-৬জন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা মানবপাচারকারী চক্র। তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২২ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন। ওই ঘটনায় গত ২২ ডিসেম্বর সিআইডির সহকারী পুলিশ সুপার (অর্গানাইজ ক্রাইম) আলামিন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন। মামলাটিতে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩১ জানুয়ারি ধার্য রয়েছে।

সারাবাংলা/এআই/একে

পাপুল মানবপাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর