Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে দেড় বছরে সূচকের সর্বোচ্চ অবস্থান


২৭ ডিসেম্বর ২০২০ ১৬:৫৫

ঢাকা: পুঁজিবাজারের সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। চমক দেখিয়েছে আর্থিক ও শেয়ার লেনদেনেও। রোববার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স অঅগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৮ পয়েন্টে উন্নীত হয়েছে। এটি আগের দেড় বছরের মধ্যে সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০১৯ সালের ৭ জুলাই সূচকটি আজকের চেয়ে বেশি অর্থাৎ ৫ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করছিল। ওই দিনের পর রোববার সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসে।

বিজ্ঞাপন

এদিকে রোববার সূচকের পাশাপাশি আর্থিক লেনদেনেও চমক দেখিয়েছে ডিএসই। এদিন ডিএসইতে ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের ৬ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ আর্থিক লেনদেন। এর আগে গত ২৮ জুলাই ডিএসইতে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়।

রোববার ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের ৫২ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৫৭৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৩৮টির, কমেছে মাত্র ৬৫টির এবং ৫৯টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৮ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪০৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়।

অন্যদিকে এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮৬টি প্রতিষ্ঠানের ২ কোটি ৫৯ লাখ ৩ হাজার ৬৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৮টির এবং ৪৪টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৭০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৫৯ পয়েন্টে উন্নীত হয়। দিন শেষে সিএসইতে ৬৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে বেচাকেনা হয়েছিল ৭৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার।

বিজ্ঞাপন

পুঁজিবাজার শেয়ার লেনদেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর