Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি পাপুলের স্ত্রী-মেয়ে


২৭ ডিসেম্বর ২০২০ ১৬:৩২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৮:০৭

ঢাকা: লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম নিজেও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। আদালত শুনানি নিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- পাপুলের ৬১৭ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সম্পত্তি ক্রোকের নির্দেশ

এর আগে এই মামলায় পাপুলসহ চার জনের ৬১৭টি বাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেন একই আদালত। একইসঙ্গে ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তির ক্রোকের নির্দেশ দেন।

এর আগে, দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে গত ১১ নভেম্বর পাপুলসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম ছাড়াও এই মামলার দুই আসামি হলেন— এমপি পাপুল নিজে এবং তার শ্যালিকা শ্যালিকা জেসমিন প্রধান।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের পাঁচটি হিসাবের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত মানি লন্ডারিং হয় ১৪৮ কোটি টাকা। অথচ ২৩ বছর বয়সী জেসমিনের নিজের কোনো আয়ের উৎস নেই।

অন্যদিকে, এফডিআর হিসাবের ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার কোনো উৎস শ্যালিকা জেসমিন দাখিল করতে পারেননি। যে কারণে অবৈধ সম্পদের অভিযোগে কাজী সহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে দিয়েছেন আদালত।

ফাইল ছবি

এমপি পাপুল ওয়াফা ইসলাম টপ নিউজ পাপুলের মেয়ে পাপুলের স্ত্রী মানি লন্ডারিং সেলিনা ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর