Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম পৌরসভায় ভোট সোমবার


২৭ ডিসেম্বর ২০২০ ১৩:০৫

ঢাকা: শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার পর থেকে শেষ হয়েছে প্রচার প্রচারণা। আগামী ২৮ ডিসেম্বর (সোমবার) প্রথম ধাপে অনুষ্ঠিত হবে কুড়িগ্রাম পৌরসভায় নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় নিজেদের পক্ষে জয় ছিনিয়ে নিতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররাও এলাকার উন্নয়নে প্রার্থী বাছাই নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের কাজিউল ইসলাম নৌকা প্রতীকে, বিএনপি শফিকুল ইসলাম বেবু ধানের শীষ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল মজিদ হাতপাখা মার্কায়, স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক নারকেল গাছ মার্কায় এবং সাইদুল হাসান দুলাল জগ মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবু বকর সিদ্দিক জেলা বিএনপি’র সহসভাপতি হিসেবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এদিকে সাইদুল হাসান দুলাল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

বিজ্ঞাপন

৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল প্রার্থীদের প্রচার-প্রচারণাও চলছে সমান তালে। এবারই প্রথম ইভিএম এ ভোট গ্রহণের সিদ্ধান্ত হওয়ায় ভোটারদের মাঝে রয়েছে নানা কৌতূহল। ভোটারদের ইভিএমএ ভোট প্রদানের কৌশল জানাতে কেন্দ্রে কেন্দ্রে চলছে প্রশিক্ষণও। তবে ভোট সুষ্ঠ হলে শেষমেষ যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান ভোটাররা।

আওয়ামী লীগ প্রার্থী কাজিউল ইসলাম জানান, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। নিজের বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি। আর বিজয় হলে কুড়িগ্রাম পৌরসভার উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিএনপি’র প্রার্থী শফিকুল ইসলাম বেবু জানান, নির্বাচন সুষ্ঠ হলে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

এ নির্বাচনে ২৪টি ভোট কেন্দ্রে ৫৬ হাজার ৩শ ৯৫ জন ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রদান করবেন।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় কুড়িগ্রাম পৌরসভা। আর ১৫ বছর আগে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও এখনও বাড়েনি নাগরিক সেবার মান। তবে এবার ভোটাররা বলছেন পৌরসভার উন্নয়নে যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা।

জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন সুষ্ঠ করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। ইভিএম এ ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে মক ভোটিং করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কুড়িগ্রাম পৌর নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর