যুক্তরাষ্ট্রের ইলিনয়ে বন্দুকধারীর হামলা, নিহত ৩
২৭ ডিসেম্বর ২০২০ ১৩:০৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৬:২৬
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বোলিং এলেতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
রকফোর্ড সিটি পুলিশ প্রধান ড্যান ওশিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার তদন্ত চলছে। আমরা তিন ব্যক্তিকে পেয়েছি যাদের নিশ্চিত মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলাকারীর উদ্দেশ্য স্পষ্ট করেননি পুলিশ প্রধান। তবে জানিয়েছেন সন্দেহভাজন একজন তাদের হেফাজতে রয়েছেন।