সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: ৩ জনের বিরুদ্ধে মামলা
২৭ ডিসেম্বর ২০২০ ১০:১৯
সুনামগঞ্জ: দিরাইয়ে চলন্ত বাসে ধর্ষণ থেকে বাঁচতে লাফ দেওয়া সেই তরুণীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে দিরাই থানায় একটি মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে মাথায় আঘাত নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই তরুণী। শনিবার মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া হাতেও আঘাত পেয়েছেন তিনি।
শনিবার রাতেই জড়িতদের গ্রেফতারের দাবিতে দিরাইয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। দিরাই পৌর এলাকার বাসিন্দা ওই তরুণী স্থানীয় একটি কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী। তিনি সিলেটের লামাকাজি এলাকার বোনের বাড়ি থেকে বাসে করে দিরাইয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
মেয়েটির বাবা বলেন, সিলেটে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। শনিবার সন্ধ্যায় মেয়ে জামাই ওকে দিরাইয়ের একটি বাসে তুলে দেয়। সুজানগর এলাকায় তাকে ধর্ষণের চেষ্টা চালায় চালক ও তার সহযোগী। আমার মেয়ে বাঁচার জন্য গাড়ি থেকে লাফ দিলে হাতে ও মাথায় আঘাত পায়। এই ঘটনায় সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
সিলেট বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত মুকুল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপরাধীদের ধরতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তরুণীর পরিবারের পাশে থাকার কথাও জানান তিনি। মুকিত মুকুল বলেন, সিলেট বিভাগে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এটি পুরো পরিবহন জগতের জন্য লজ্জার। এটি খুবই ন্যক্কারজনক ঘটনা।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই আসামিদের আইনের আওতায় আনা হবে।