Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদকসহ বহিষ্কার ৬


২৭ ডিসেম্বর ২০২০ ০০:১২

বরিশাল: সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ছয় জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত বাকিরা হলেন— যুগ্ম সম্পাদক মো. রাহাত, সহ-সাধারণ সম্পাদক সহদেব শর্মা ও মো. আলামিন, দফতর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু এবং প্রচার সম্পাদক বশির আহম্মেদ।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে যুবদলের দলীয় প্যাডে কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুজ্জামান দুলালের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, আসন্ন কর্মিসভা উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে বরিশাল বিএনপির কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় দুই নেতার অনুসারীরা চেয়ার ছোঁড়াছুড়ি ও ভাঙচুর করেন। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।

বিষয়টি নিয়ে স্থানীয় যুবদলের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে শনিবার রাতে ওই ঘটনায় জড়িতদের বহিষ্কারের সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় যুবদল।

৬ জনকে বহিষ্কার বহিষ্কার যুবদল শৃঙ্খলাবিরোধী কার্যকলাপ সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর