Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্তরা পলাতক, গাড়ি জব্দ


২৬ ডিসেম্বর ২০২০ ২৩:০৬

সুনামগঞ্জ: সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে চালক-হেলপার মিলে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিরাই-মদনপুর সড়কের সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সন্ধ্যায় দিরাই থানা পয়েন্টে অবরোধ করে জনগণ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘দিরাই বাসস্ট্যান্ডে গাড়ি রেখে চালক-হেলপার পালিয়ে গেছে। গাড়িটি জব্দ করা হয়েছে।’

স্থানীয় এলাকাবাসী ও মেয়েটির চাচা জানান, সিলেট এলাকায় বোনের বাড়িতে গিয়েছিল মেয়েটি। ফাহাদ এন্ড মাইশা পরিবহন নামের (সিলেট-জ ১১-০৭২৩) লোকাল বাসে করে ফেরার পথে গাড়িটি একপর্যায়ে ফাঁকা হয়ে যায়। লোকাল বাস হলেও নতুন যাত্রী তোলা থেকে বিরত থাকে গাড়ির স্টাফরা। একপর্যায়ে চালক-হেলপার মিলে ধর্ষণের চেষ্টা করে। এসময় নিজেকে রক্ষা করতে গাড়ি থেকে নিচে লাফ দেয় কলেজ শিক্ষার্থী।

এতে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। পরে থাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

সংবাদ পেয়ে মেয়েটির স্বজন ও থানা পুলিশ হাসপাতালে আসে।

দিরাই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎ দাস বলেন, ‘মেয়েটির মাথায় ও হাতে জখম ছিল। তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর