‘কলি ফুটিতে চাহে ফোটে না’
২৭ ডিসেম্বর ২০২০ ১১:৪৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৪:১৮
চট্টগ্রাম ব্যুরো: মৌমাছিদের মধু আহরণের জন্য একটি গুরুত্বপূর্ণ মৌসুম হলো শীতকাল। এসময় চারিদিকে বিস্তৃত ফসলের মাঠ ফুলে ফুলে ভরা থাকে। শীত মৌসুম এলেই সরিষা ক্ষেতে মাঠ ঘাট ছেয়ে যায় হলুদের সমারোহে। মাঠের পর মাঠ দেখা মেখে মেলে চোখ জুড়ানো সরিষা ক্ষেত। এসব ক্ষেতে ফুল ফোটার সঙ্গে সঙ্গে আনাগোনা বেড়ে যায় মৌমাছিদের। মৌ মৌ গুঞ্জনে মুখরিত হয়ে উঠে সরিষা মাঠ। সেসব ফুল থেকেই মধু আহরণে ব্যাস্ত থাকে মৌমাছির দল। খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা থেকে ছবিগুলো তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট চলন্ত চাকমা