Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অস্ত্র বিক্রি করতে গিয়ে’ ধরা পুলিশ কনস্টেবল


২৬ ডিসেম্বর ২০২০ ২০:৫৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০৯:০৭

প্রতীকী ছবি

চট্টগ্রাম ‍ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই কনস্টেবল অস্ত্রটি বিক্রি করার উদ্দেশে হোটেলে অবস্থান করছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানার লালদিঘীর পাড়ে আদর আবাসিক হোটেলে অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের টিম।

বিজ্ঞাপন

গ্রেফতার স্বরূপ বড়ুয়া (২৭) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের প্রকৃত বড়ুয়ার ছেলে। স্বরূপ চট্টগ্রামের শিল্প পুলিশে কনস্টেবল পদে কর্মরত আছেন বলে পুলিশ জানিয়েছে।

জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত ‍উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ‘হোটেলে বসে অবৈধ অস্ত্রধারী কেউ অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়ে আমরা সেখানে যাই। স্বরূপ তখন হোটেলের দোতলায় বারান্দায় দাঁড়িয়েছিল। আমাদের দেখে সে দ্রুত হোটেল থেকে নেমে পালনোর চেষ্টা করে। তখন আমরা তাকে ধাওয়া করে ধরে ফেলি। তার শরীরে তল্লাশি করে একটি রিভলবার উদ্ধা করেছি।’

স্বরূপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তা রউফ সারাবাংলাকে বলেন, ‘স্বরূপ জানিয়েছে, রাঙ্গুনিয়া থেকে অস্ত্রটি সংগ্রহ করে বিক্রির জন্য সে নির্দিষ্ট ক্রেতার অপেক্ষায় হোটেলে অবস্থান করছিল। তবে আমরা স্বরূপ ছাড়া সেখানে আর কাউকে পাইনি। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বরূপ আমাদের তথ্য দেয়, সে চট্টগ্রামের শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছে।’

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানিয়েছেন, গ্রেফতার স্বরূপের বিরুদ্ধে নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। শনিবার তাকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার টপ নিউজ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর