Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে ফখরুলের শোক


২৬ ডিসেম্বর ২০২০ ১৮:১৯

ঢাকা: গুণী অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে জানান— এক শেকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুণী অভিনেতা, বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্ব আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোক বার্তায় শোকার্ত পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেছেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

আব্দুল কাদেরের জন্ম মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার সোনারং গ্রামে। তার বাবা মরহুম আবদুল জলিল। মা মরহুমা আনোয়ারা খাতুন। মৃত্যুকালে স্ত্রী খাইরুননেছা ও এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল কাদের ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর