Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্মের নামে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সজাগ থাকতে হবে’


২৬ ডিসেম্বর ২০২০ ১৭:৩৩

পঞ্চগড়: পঞ্চগড়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, কিছু মানুষ ধর্মের নামে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ধর্মের ফতোয়া দিয়ে মানুষের মাঝে বিভেদ তৈরি করছে। আজ যারা ধর্মের দোহাই দিয়ে দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এসময় ময়দানদিঘী এলাকায় ঢাকা-বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় অংশে প্রায় ১১ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা-বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় অংশে প্রায় ১১ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। বর্তমান ১৮ ফুট সড়কটির দুই পাশে ৫ ফুট করে প্রশস্ত করা হবে।

বিজ্ঞাপন

সজাগ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘আমাদের নবী করীম (সা.) এর সময়ে মোবাইল ছিলো না, মাইক ছিলো না উল্লেখ করে এক শ্রেণির মৌলবি বলেছিলো, ইংরেজি শিক্ষা হারাম, ছবি তোলা হারাম। তখনো ফতোয়া দিয়েছিল মাইক ব্যবহার করা যাবে না। কিন্তু প্রযুক্তির যে ব্যবহার এটার কোথাও কোনো বাধা নেই। কাজেই আমরা ধর্মের কথা বলে যে কাজগুলো করতেছি, এগুলো প্রায়োগিকের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। কাজেই প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগাতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘উন্নত দেশের মত চলবে ট্রেন। ঘণ্টায় দেড়শ থেকে দুইশত কিলোমিটার বেগে ছুটবে ট্রেন। দ্রুততম সময়ের মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করতে পারবে মানুষ। সকালে যাবেন সন্ধ্যায় বাড়ি ফিরবেন। তিন থেকে চার ঘণ্টার মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করা সম্ভব হবে। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

রেলপথের পাশাপাশি পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত ৬ লেন সড়কের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে উঠবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘এ এলাকার মানুষ সকালে ঢাকা পৌঁছে কাজ শেষে আবার বিকেলে বাড়ি ফিরতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়ে দেশকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

পরে মন্ত্রী ময়দানদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ময়দানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে সওজের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সওজ দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরুজ মিয়া, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, পঞ্চগড় আদালতের পিপি আমিনুর রহমান ও পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগে ফিরোজ আখতার উপস্থিত ছিলেন।

টপ নিউজ ধর্মের দোহাই ফতোয়া রেলমন্ত্রী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর