Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি


২৬ ডিসেম্বর ২০২০ ১৭:১২

নাটোর: দেশের ৬টি চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিল করে পুনরায় কারখানা চালু করা ও কৃষক এবং শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে শ্রমিক, কর্মচারী ও কৃষকরা।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাব এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা সরকারের সিদ্ধান্তে বন্ধ থাকা ৬টি মিল চালু করার দাবি জানিয়ে বলেন, ‘এই সব মিলের আখ পাশের মিলগুলোতে সরবরাহ করতে অতিরিক্ত পরিবহন খরচের কারণে সেগুলোও লোকসানে পড়বে। এতে সেই মিলগুলোও ভবিষ্যতে বন্ধের চক্রান্ত করা হবে। তাই এটা হতে দেওয়া হবে না, দ্রুত চিনিকল চালু করে আখচাষিসহ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মিজানুর রহমান, সাইফুল ইসলাম, আইনজীবী লোকমান হোসেন বাদল ও নাট্যকর্মী আশীষ নিয়োগীসহ অন্যরা।

কৃষক চিনিকল মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর