Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত হুইপ সামশুল হক চৌধুরী


২৬ ডিসেম্বর ২০২০ ১৬:১৪

চট্টগ্রাম ‍ব্যুরো: জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।

গত ২৩ ডিসেম্বর নমুনা পরীক্ষায় হুইপ সামশুল হক চৌধুরীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে নাজমুল হক চৌধুরী শারুন।

শারুন সারাবাংলাকে বলেন, ’২০ ডিসেম্বর আমার বাবা চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন। এরপর থেকে তিনি অসুস্থ বোধ করতে থাকেন। উনার শরীরে জ্বর আছে। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।’

চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাসায় হুইপ সামশুল হককে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন শারুন।

চট্টগ্রাম-১২ আসন থেকে এ নিয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক সামশুল হক চৌধুরী।

করোনা আক্রান্ত হুইপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর