Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির ওসিসহ ২২ পরিদর্শকের বদলি


২৬ ডিসেম্বর ২০২০ ১৫:৩৭

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসিসহ ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আলমগীর গাজীকে উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে বদলি করা হয়েছে। ডেমরা থানার পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামকে শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত, সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক শাহ আলমকে তেজঁগাও থানার পুলিশ পরিদর্শক তদন্ত, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবুল হাসানাত খন্দকারকে সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক তদন্ত, তেজঁগাও থানার গোয়েন্দা পুলিশ (ডিবি) মো. ইসমাইল হোসেন খানকে ডেমরা থানার পুলিশ পরিদর্শক তদন্ত, ভাটারা থানার পুলিশ পরিদর্শক গোলাম ফারুককে তেজঁগাও থানার গোয়েন্দা পুলিশ (ডিবি), উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে নিউ মার্কেট থানার পুলিশ পরিদর্শক অপারেশন, ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেনকে মতিঝিল বিভাগের গোয়েন্দ পুলিশ (ডিবি), ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক সোহেল আহম্মদকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিসি বিভাগে, ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শফিকুল আলমকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর তালুকদারকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিসি বিভাগে, ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক মো. তাজুল ইসলামকে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগে, ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক পার্থ প্রতিম ব্রাহ্মচারীকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিসি বিভাগে, ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক মো. মাহফুজুল হক চৌধুরীকে সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক মো. খোরশেদ আলমকে ভাষানটেক থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক মো. নুর আলম মাসুম সিদ্দিকীকে উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক পিযুষ কুমার সরকারকে ভাটারা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগে, ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাসকে উত্তরা-পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), ডিএমপি সদর দফতরের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আফতাব উদ্দিনকে দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক সারোয়ার আলমকে তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রসিকিউশন বিভাগে বদলির সুপারিশ প্রাপ্ত মো. আলী খানকে পিএসএ্যান্ডআইআই বিভাগে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম টপ নিউজ ডিএমপি বদলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর