Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেক আলবার্টে নৌকাডুবি, ২৬ জনের প্রাণহানি


২৬ ডিসেম্বর ২০২০ ১৪:২০

উগান্ডা ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সীমান্তবর্তী লেক আলবার্টে নৌকাডুবির ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উগান্ডার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, নৌযানটি শক্তিশালী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। এরমধ্যে ২১ জনকে জীবিত ও ২৬ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা সামুয়েল ওনিয়াঙ্গো জানান, আবহাওয়ার ধরন দ্রুত পরিবর্তনের কারণে লেক আলবার্টে অনেক দুর্ঘটনা ঘটে।
গত জুনে কঙ্গোর উত্তরপূর্বাঞ্চলে পৃথক ঘটনায় দু’টি নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু হয়।

উগান্ডা নৌকাডুবি লেক আলবার্ট