Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান্দায় ১০৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


২৫ ডিসেম্বর ২০২০ ২২:১৭

নওগাঁ: জেলার মান্দায় ১০৭ কেজি গাঁজাসহ দুই জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফতেপুরের মেসার্স হাজী ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তালুক শাকতি গ্রামের মকছুদার রহমানের ছেলে মহুবার (৩২) ও একই উপজেলার ভোটমারী গ্রামের আফতাব উদ্দিন ছেলে হাফিজুল রহমান (৪০)।

সন্ধ্যায় র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তারা লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে প্রসাশনের নজর এড়িয়ে পিকআপযোগে পানির ট্যাংকের ভেতরে করে নিয়ে যাচ্ছিল। শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকসহ ১০৭ কেজি গাঁজা, ২টি মোবাইল, ৩টি সিমকার্ড, ২টি পানির ট্যাংক, ৫পিস পাইপসহ তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গাঁজা গ্রেফতার ফতেপুর