Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী


২৫ ডিসেম্বর ২০২০ ২০:৫০

ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুর এলাকায় দলবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণী থানায় অভিযোগ জানাতে গিয়ে সেখানেই ফের ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। খবর এএনআই।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমে এ কথা জানান ধর্ষণের শিকার ওই তরুণী।

ওই তরুণী জানান, এফআইআর দায়ের করতে ব্যর্থ হওয়ার পর তিনি শাহাজানপুর থানার পুলিশ অফিসার অবিনাশ চন্দ্রের সঙ্গে দেখা করেন। তার কাছ থেকে সবকিছু শুনে ওই পুলিশ অফিসার তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে শাহাজানপুর থানার সার্কেল অফিসার এবং তদন্ত কর্মকর্তা ব্রহ্মপাল সিং জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পরই এফআইআর দায়ের করা হবে।

ঠিক কী হয়েছিল সেদিন?

৩০ নভেম্বর ভারতের জালালাবাদ থানা এলাকার মদনপুরের বাসিন্দা ৩৫ বছরের ওই তরুণী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেখানে একটি গাড়ি থামে। গাড়ি থেকে পাঁচজন ব্যক্তি নেমে এসে তাকে টেনে পাশের ক্ষেতে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। পরে, নির্যাতিতা ওই ঘটনার অভিযোগ জানাতে যান জালালাবাদ থানায়। তখনই থানার একজন উপ-পরিদর্শক (এসআই) তাকে আলাদা ঘরে যেতে বলে আলোচনার জন্য। সেই ঘরেই তরুণীকে ফের ধর্ষণ করেন ওই এসআই।

উত্তর প্রদেশ জালালাবাদ দলবদ্ধ ধর্ষণ ধর্ষণ শাহজাহানপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর