Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মমতা’র আদর্শ পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে – মোদি


২৫ ডিসেম্বর ২০২০ ১৯:৫৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণেই সেখানকার ৭০ লাখ কৃষক প্রধানমন্ত্রীর কৃষক স্কিমের বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) নরেন্দ্র মোদি এ মন্তব্য করেছেন।

এদিকে, মমতা ব্যানার্জির আদর্শিক অবস্থানের কারণেই পশ্চিমবঙ্গ ধ্বংসের মুখে পড়েছে বলে উল্লেখ করেছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী বলেছে, মমতা ব্যানার্জির অতি রাজনীতির কারণেই পশ্চিমবঙ্গের কৃষকরা বার্ষিক ছয় হাজার রুপি বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন।

মোদি বলেন, পশ্চিমবঙ্গের প্রায় ২৪ লাখ কৃষক প্রধানমন্ত্রী কৃষক স্কিমের অর্থের জন্য আবেদন করেছিলেন। কিন্তু, মমতা ব্যানার্জির গোয়ার্তুমির কারণে তারা বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন।

এমন এক সময়ে নরেন্দ্র মোদি এ মন্তব্য করলেন যার চার মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তৃণমূল কংগ্রেস মুখোমুখি হতে যাচ্ছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিজেপি সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নে কিছুই করেনি। এমনকি, কেন্দ্র সরকার যে ৮৫ হজার কোটি রুপি পশ্চিমবঙ্গের কাছ থেকে ঋণ নিয়েছিল তা পর্যন্ত পরিশোধ করেনি।

কৃষক সহায়তা তহবিল নরেন্দ্র মোদি ভারত মমতা ব্যানার্জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর