তারাবো পৌরসভায় মেয়র হাসিনা গাজীর উদ্যোগে মাস্ক বিতরণ
২৫ ডিসেম্বর ২০২০ ১৯:০৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৯:০৮
নারায়ণগঞ্জ: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ মানুষের মাঝে সুরক্ষাসামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার মদিনাবাগ এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজীর উদ্যোগে এ মাস্ক বিতরণ করেন তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রাসেল সিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন- আলেক মোল্লা, আবু সাঈদ ভান্ডারী, বিল্লাল হোসেন, সাঈদ মিয়া, নাদিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।