ছিনতাইয়ের অভিযোগে সীতাকুণ্ড থানার ২ পুলিশ গ্রেফতার
২৫ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ২০:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন— সীতাকুণ্ড থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কনস্টেবল সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘একটি ছিনতাইয়ের অভিযোগ আমরা পেয়েছিলাম। প্রাথমিক তদন্তে সেই অভিযোগের সত্যতা মিলেছে। এরপর দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও যাদের জড়িত থাকার অভিযোগ এসেছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর একটি পিকআপ গাড়ি কেনার উদ্দেশ্যে ঢাকা থেকে সীতাকুণ্ডে আসেন ব্যবসায়ী আবু জাফর। গাড়ি বিক্রেতা তৌহিদের সঙ্গে দাম নিয়ে বনিবনা না হওয়ায় তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সীতাকুণ্ডে শ্যামলী কাউন্টারে আসেন। বাস কাউন্টারে বসে অপেক্ষা করার সময় দু’জন লোক তার দুই পাশে বসে তাকে আটকে ফেলেন। এরপর তাদের অজ্ঞাত কাউকে ফোন করতে দেখেন আবু জাফর।
কিছুক্ষণের মধ্যেই প্রাইভেট কারে সেখানে উপস্থিত হন অভিযুক্ত এসআই ও কনস্টেবল। তারা আবু জাফরকে ইয়াবা বিক্রেতা হিসেবে অভিযুক্ত করে গাড়িতে তুলে নেয়। পেটের ভেতরে ইয়াবা আছে— এমন সন্দেহের কথা জানিয়ে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে নিয়ে এক্সরে করানো হয়। কিন্তু ইয়াবা না পেয়ে তার কাছে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর পুলিশ সদস্যরা আবু জাফরকে আবার ওই প্রাইভেট কারে করে শ্যামলী কাউন্টারে পৌঁছে দেয়। যাওয়ার সময় পুলিশ সদস্যরা এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় বলে মামলার এজাহারে অভিযোগ করেছেন আবু জাফর।
এ ঘটনায় দায়ের হওয়া আবু জাফরের মামলায় দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচ জনকে আসামি করা হয়েছে। বাকি তিন আসামি হলেন— পুলিশের সোর্স রিপন (৩৫) ও হারুন (৩৩) এবং গাড়িচালক রাজু (২৫)।
তবে মামলা দায়েরের আগেই মৌখিক অভিযোগ পেয়ে এসআই সাইফুল ও কনস্টেবল সাইফুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ডিআইজি আনোয়ার হোসেন।
২ পুলিশ গ্রেফতার ছিনতাই ছিনতাইয়ের অভিযোগ টপ নিউজ পুলিশ সদস্য প্রত্যাহার