Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের পর শিশু সানমুন হত্যা, ৫ দিনের রিমান্ডে চাচা


২৫ ডিসেম্বর ২০২০ ১৮:০৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ২১:৩৫

ঢাকা: রাজধানীর মিরপুুরে শাহ আলী মার্কেটে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সানমুন (১১) হত্যার পরিকল্পনাকারী ও নিহতের চাচা মাহফুজুর রহমান রনিকে জিজ্ঞেসাবদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

এ সময় মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. তামিম রহমান আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। তবে রিমান্ড শুনানিতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে, শুক্রবার (২৫) ভোরে লক্ষ্মীপুর জেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২০ ডিসেম্বর হত্যাকাণ্ডে সম্পৃক্ত ইউসুফ নেওয়াজ নামে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওইদিন নূর আলম প্রলয়, খায়রুল ইসলাম এবং ইয়াসিন আফাত কবিরের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সামমুন নিখোঁজ হয়। পরে সানমুনের সৎ-চাচা রনি ও সানমুনের ফুপাতো ভাই প্রলয় অপহরণের নাটক সাজান। তারা পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশে কিছু টাকাও তারা নিয়েছেন। পুলিশ তদন্তে নেমে সানমুনের সৎ-চাচা এবং ফুপাতো ভাই প্রলয়ের সম্পৃক্ততা পায়।

এ ঘটনায় নিহতের মা রোকসানা পারভীন রূপা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি অপহরণ ও হত্যার অভিযোগে মামলাটি করেন।

টপ নিউজ রিমান্ড শাহ আলী মার্কেট সানমুন হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর