Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন’


২৫ ডিসেম্বর ২০২০ ১৮:৪০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৮:৪৪

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি সাহস করে পদ্মাসেতু করেছেন। এটা সাহসের ব্যাপার। অন্য কেউ এটা করতে পারতো না।

দে‌শে এখন উন্নয়নের ছড়াছড়ি। প্রত্যেকটা এলাকায় রাস্তা ঘাট, স্কুল -কলেজ, গ্যাস, বিদ্যুতের উন্নয়ন হয়েছে, যা আমরা কল্পনাও করতে পারি নাই।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে নারায়ণগঞ্জ এসএসসি-৮৫ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (নাসপা) সংবর্ধনা ও পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘যারা পাকিস্তানকে সমর্থন করে, তারা কি জানে আজ পাকিস্তানের অবস্থা কি? পাকিস্তানের সাংবাদিক, প্রধানমন্ত্রী ইমরান খানকে বলেন সুইডেন বানানোর দরকার নেই, আল্লাহর ওয়াস্তে আমাদের বাংলাদেশ বানিয়ে দিন। পাকিস্তানে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। আর আমাদের দেশে লোডশেডিং নেই। মেট্রোরেল হচ্ছে, টানেল হচ্ছে। এটাই হচ্ছে জাতির পিতার কন্যার উন্নয়ন।’

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘শুধু মেগাপ্রজেক্ট নয়, প্রত্যেকটা উপজেলায় উন্নয়ন হচ্ছে। প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম হচ্ছে, একটা করে কলেজ এবং স্কুল সরকারিকরণ হচ্ছে। সব দলের লোক উন্নয়নের সুফল ভোগ করছে। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি।’

মহামারি করোনাকালে দেশে কোনো খাদ্যের অভাব হয়নি উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি পাট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। পাটশিল্প এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে বঙ্গবন্ধুর কন্যা বললেন আমাদের এখানে অস্ত্র তৈরি করব, বিমান তৈরি করব, যুদ্ধজাহাজ তৈরি করব। এটা একটা সাহসের ব্যাপার। যতই দলমতের বিরোধ থাক না কেনো, বঙ্গবন্ধুর ঊর্ধ্বে কেউ নয়।’

বিজ্ঞাপন

নাসপা সভাপতি চৌধুরী মোহাম্মদ হামিদ আল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের কমান্ডার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, বিপিএটিসি সচিব মোহাম্মদ রাকিব হোসেন (এনডিসি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, ডালিয়া লিয়াকত, এম জামাল উদ্দিন, শরীফ মোহাম্মদ আরিফ মিহিরসহ অনেকে।

পরে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার পাওয়ায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) নারায়ণগঞ্জ এসএসসি পঁচাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় মন্ত্রীকে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। প‌রে ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের মধ্য দি‌য়ে অনুষ্ঠান শেষ হয়।

জাতির পিতা বস্ত্র ও পাটমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর