Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জেলে নিহত


২৫ ডিসেম্বর ২০২০ ১৫:৪৭

লক্ষ্মীপুর: জলাশয়ে মাছ ধরতে গিয়ে রুবেল হোসেন ও শাকিল আহমদ নামে দুই জেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রুবেলের লাশ সদর হাসপাতাল মর্গে ও শাকিলের লাশ নিজ বাড়িতে রাখা হয়েছে। নিহত রুবেল স্থানীয় চরমনসা গ্রামের হোসেন আহমদের ছেলে ও শাকিল একই বাড়ির ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মিয়ারবেড়ীর এলাকার স্বপন ডাক্তারের জলাশয়ে মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় বিচ্ছিন্ন অবস্থায় পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি লাইনের সঙ্গে জেলেদের জাল আটকা পড়ে। এ সময় ওই জাল ছুটাতে গিয়ে দুই জেলে নিহত হন। পরে তাদের সাড়া শব্দ না পেয়ে অন্য জেলেরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করেন বলে জানান অপর জেলেরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলে নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

জেলে বিদ্যুৎস্পৃষ্ট লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর