গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট
২৫ ডিসেম্বর ২০২০ ১৪:৩০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৪:৩২
গাজীপুর: বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মহানগরের ৩ সড়ক এলাকায় অবস্থিত স্টাইল ক্রাফটস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, ওই কারখানার শ্রমিকদের গত সেপ্টেম্বর ও অক্টোবরের ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়েছে। নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ অবস্থায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে রাখে।