Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকল সেলাই মেশিনসহ গ্রেফতার ২ চীনা নাগরিক রিমান্ডে


২৪ ডিসেম্বর ২০২০ ২২:২৯ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৩:২৩

ঢাকা: বিপুল পরিমাণ নকল সিঙ্গার ও বাটারফ্লাই সেলাই মেশিনসহ গ্রেফতার দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত সংস্থা সিআইডি দুই আসামিকে তুরাগ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার (২৩ ডিসেম্বর) ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড জন্য আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিন ঠিক করে দেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

বিজ্ঞাপন

রিমান্ডে যাওয়া দুই চীনা নাগরিক হলেন— হাও জিয়াওপিং ওরফে বব হাও (৪১) ও সু উইন (৩৫)। রিমান্ড শুনানির সময় তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুই আসামির পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর তুরাগ এলাকায় দু’টি গোডাউনে অভিযান চালিয়ে দুই চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। এসময় গোডাউন থেকে সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল ৫৮৫ পিস সেলাই মেশিন ও বাটারফ্লাই লোগো ব্যবহার করে তৈরি করা বাটারফ্লাইয়ের ১১০০ পিস সেলাই মেশিন উদ্ধার করা হয়। এসব মেশিনের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।

ওই ঘটনায় দুই চীনা নাগরিকের বিরুদ্ধে ডিএমপির তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়।

২ চীনা নাগরিক গ্রেফতার ৩ দিনের রিমান্ড চীনা নাগরিক নকল সেলাই মেশিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর