রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষ জব্দ, আটক ৬
২৫ ডিসেম্বর ২০২০ ১২:৩৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৭:৪৭
ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দসহ ছয়জনকে আটক করেছে র্যাব-২। গ্রেফতার সবাই সাপের বিষ চোরাচালানকারী আন্তর্জাতিক চক্রের সদস্য।
আটককৃতরা হলেন- মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে র্যাব-২ এর সিনিয়র এএসপি আব্দুল্লাহ আল মামুন সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের গুলবার মুন্সি স্মরণী রোড থেকে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর তল্লাশি করে কাচের জারে সংরক্ষিত অবস্থায় ৮ দশমিক ৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। তাই অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান হচ্ছে।