ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় ডাকপিয়ন নিহত
২৫ ডিসেম্বর ২০২০ ১১:১২
নওগাঁ: ধামইরহাটে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বজলুর রহমান (৭০) নামে এক ডাকপিয়ন নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আলমপুর ইউনিউনের বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আলমপুর পোস্ট অফিসে বেসরকারিভাবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
ইউপি সদস্য মো. হাফিজুর রহমান বলেন, নিহত বজলুর রহমান সাইকেল যোগে চিঠি নিয়ে বিলি করার জন্য যাচ্ছিলেন। ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।
ধামইরহাট পোস্ট অফিসের পোস্টাল অপারেটর ফটিক চন্দ্র মাহতো জানান, তার মৃত্যুতে আমরা শোকাহত। আমি বিষয়টি উপর মহলে অবগত করেছি।