Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ-ইঞ্জেকশনসহ নারী আটক


২৫ ডিসেম্বর ২০২০ ১০:০৮

রংপুর: বিপুল পরিমাণ সরকারি ওষুধ, ইনজেকশনসহ শিরীন আক্তার নামে ওষুধ পাচারকারী এক নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে নগরীর মেডিকেল পূব গেট এলাকায় তার ব্যাগ তল্লাশি করলে সরকারি মেডিকেলে ব্যবহৃত এসব ওষুধ পাওয়া যায়।

এ সময় ডাইক্লোফ ইনজেকশন, ফ্লু-ক্লবস ক্যাপসুল, এরিথ্রোমাইসিনসহ বিভিন্ন রোগের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে পুলিশ। আটক শিরীন আক্তার নগরীর কেল্লাবন্দ সিও বাজার এলাকার আবু বক্করের স্ত্রী।

বিজ্ঞাপন

মহানগর পুলিশের মুখপাত্র উত্তম প্রসাদ পাঠক বলেন, দীর্ঘদিন থেকে একটি চক্র সরকারি মেডিকেলের ওষুধ বাইরে পাচার করে আসছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ইঞ্জেকশন, সিরিঞ্জ, ক্যাথেটার এবং ইউরিন ব্যাগসহ ওষুধ চুরি চক্রের সদস্যকে আটক করে।

তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওষুধ পাচারকারী রংপুর সরকারি ওষুধ-ইঞ্জেকশন

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর