Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিসিবির বিপুল পরিমাণ ভোগ্যপণ্যসহ ডিলার আটক


২৫ ডিসেম্বর ২০২০ ০৯:১৪

রংপুর: বিপুল পরিমাণ টিসিবির পেঁয়াজ, চিনি, তেল মজুদ রাখার দায়ে আলী হাসান মুন্না নামে এক ডিলারকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর স্টেশন রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ কেজি পেয়াজ, ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার তেল ও টিসিবির স্টিকার সম্বলিত বেশ কিছু ফাঁকা তেলের বোতল জব্দ করা হয়। এ সময় মা এবং আরিফ এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করে টিসিবি।

বিজ্ঞাপন

মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমমূল্যে বিক্রির উদ্দেশে এসব পণ্য সরবরাহ করার কথা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী পরবর্তীতে চড়া মূল্যে বাজারে বিক্রির উদ্দেশে গুদামজাত করে রেখেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে আলী হাসান মুন্নাকে আটক করেছি।

তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান প্রতাব কুমার বলেন, মা এবং আরিফ এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে টিসিবি বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিয়েছে।

টিসিবি পুলিশ পেঁয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর