Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আগু‌নে পু‌ড়ল ১২ দোকান


২৪ ডিসেম্বর ২০২০ ১১:০৩

বান্দরবান: বান্দরবা‌ন বাজা‌রের কে এস প্রু মার্কেটে লাগা আগুনে ১২টি দোকান পু‌ড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ ডি‌সেম্বর) সকাল ৭টার দিকে এ আগুন লেগেছে বলে জানিয়েছে স্থানীরা।

ফায়ার সা‌র্ভি‌সের একটি ইউনিট, পু‌লিশ, সেনাবা‌হিনী ও স্থানীয়রা মি‌লে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়‌দের ম‌তে, কে এস প্রু মা‌র্কে‌টের এক‌টি ব্যাটারির দোকানের শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে। এতে প্রায় ৩ কো‌টি টাকার মতো ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

ফায়ার সা‌র্ভি‌সের সহকারী প‌রিচালক মো. কামাল জানান, ‘ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ ও আগু‌নের সূত্রপাত সম্প‌র্কে তদ‌ন্তের পর জানা যা‌বে।’

আগুন বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর