Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৫০ দিন পর খালার বাসার সেপ্টিক ট্যাংকে মিলল লাশ


২৪ ডিসেম্বর ২০২০ ০৮:৫৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৪:০১

মুন্সীগঞ্জ: নারায়নগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজের ৫০ দিন পর মুন্সীগঞ্জে খালার বাসার সেপ্টিক ট্যাংকে মিললো রফিকুল ইসলাম রনির (৪৮) অর্ধগলিত লাশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের রামপাল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

রনি ফতুল্লা এলাকার মৃত কাজী জাহির উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।

নিহতের মামা আতিকুর রহমান জানান, গত ৩ নভেম্বর রাতে রনি বাসায় না ফেরায় আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখোজি শুরু হয়। অনেক খোঁজাখোঁজি করেও না পেয়ে গত ৬ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপরে পুলিশ বিভিন্ন তথ্যের সূত্র ধরে রনির খালা সুলতানা রাজিয়া রুমাকে (৪৮) জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে রুমা স্বীকার করেন মুন্সীগঞ্জে তার বাবার বাড়ির সেপ্টিক ট্যাংকে রনির লাশ রয়েছে। রুমার স্বামী অনেকে বছর বিদেশে থাকার পর সম্প্রতিকালে দেশে ফিরেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রনির সঙ্গে রুমার ২৫ বছর ধরে অনৈতিক সর্ম্পক ছিল। ঘটনার দিন ৩ তারিখে রনি মুন্সীগঞ্জ আসেন। পরে রাতের বেলা এক প্রতিবেশি রুমার সঙ্গে দেখা করতে আসে, এ সময় রনি ভয় পেয়ে লেপ-তোষক রাখার বড় বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে।

ওই প্রতিবেশির সঙ্গে রুমা দেড়ঘণ্টা অলাপচারিতা করেন। এক পর্যায়ে রনি দম বন্ধ হয়ে বাক্সের ভেতরই মারা যান বলে জানায় রুমা। পরে রাত ৩টার দিকে রুমা ও কাজের মেয়ে আম্বিয়া তার লাশ রেকসিন দিয়ে পেচিয়ে সেপ্টিক ট্যাংকের ভেতর ফেলে দেয়।

বিজ্ঞাপন

টপ নিউজ লাশ উদ্ধার সেপ্টিক ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর