করোনাভাইরাসে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের মৃত্যু
২৪ ডিসেম্বর ২০২০ ০২:২৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০২:৩১
ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১ টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার (সাবেক এপোলো) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন তিনি।
তার মৃত্যুর খবর সারাবাংলাকে নিশ্চিত করেছেন পারটেক্স গ্রুপের হেড অব মেডিক্যাল সার্ভিসেস— ডা. আরিফ মাহমুদ। এর আগে, নভেল করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ার পর ১১ ডিসেম্বর এম এ হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।