Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা আইনের মামলায় ধনকুবের জিমি লাই’র জামিন


২৩ ডিসেম্বর ২০২০ ২১:৩৩

বেইজিং থেকে হংকংয়ের ওপর আরোপিত বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন গণতন্ত্রপন্থি ধনকুবের জিমি লাই, যিনি অ্যাপল ডেইলি নামের একটি সংবাদপত্রের প্রতিষ্ঠাতা। খবর বিবিসি।

বুধবার (২৩ ডিসেম্বর) ১৩ লাখ ডলার জামানতের বিনিময়ে তার জামিন আবেদন মঞ্জুর করেছে হংকংয়ের একটি আদালত।

এর আগে, তার বিরুদ্ধে বিদেশি শক্তির যোগসাজশে চীনের মূল ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। নিরাপত্তা আইনের অধীনে দায়ের করা ওই মামলায় যদি তিনি দোষী প্রমাণিত হন, তবে কয়েক বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন তিনি।

এদিকে, জিমি লাই কয়েক মাস আগে কারাগারে আটক থাকলেও, বর্তমানে তিনি নিজ বাড়িতে অন্তরীণ রয়েছেন।

জামিনে থাকলেও, জিমি লাইকে নিজ বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, তার সকল ট্রাভেল ডকুমেন্ট (পাসপোর্ট, ক্রেডিট কার্ড) সরকারি দফতরে জমা দিতে হবে, তিনি কোনো বিদেশির সঙ্গে বৈঠক করতে পারবেন না।

এছাড়াও, তিনি কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না, সংবাদমাধ্যমে কোনো বিবৃতি বা সাক্ষাৎকার দিতেও পারবেন না।

জাতীয় নিরাপত্তা আইন জামিন জিমি লাই বেইজিং হংকং

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর