ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২৩ ডিসেম্বর ২০২০ ২০:৫৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ২১:২৮
ঢাকা: রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় ৩০ বছর বয়সী মোটরসাইকেল আরোহী সোহেল রানা’র মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সারাবাংলাকে জানান, ডেমরার বাঁশেরপুল প্রধান সড়কে একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই আরোহী মারা যায়।
ওসি আরও বলেন, মৃতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় জানা যায়। দুর্ঘটনায় মৃত মোটরসাইকেল আরোহী লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে। বিস্তারিত আরো জানার চেষ্টা চলছে।