Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইজারের টিকা পৌঁছেছে সিঙ্গাপুরে


২৩ ডিসেম্বর ২০২০ ১৮:২৯

ফাইল ছবি

এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম সিঙ্গাপুরে পৌঁছেছে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা হাতে পেয়েছে। খবর রয়টার্স।

এর আগে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের পর গত ১৪ ডিসেম্বরে ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন করে সিঙ্গাপুর।সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে করে এ টিকা বেলজিয়াম থেকে সিঙ্গাপুরে আনা হয়।

এদিকে, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যেই টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সরকারি নির্দেশনায় জানানাও হয়েছে, প্রাথমিকভাবে টিকা পাবেন স্বাস্থ্যকর্মী ও বয়স্করা। এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুংও। সিঙ্গাপুরে টিকার চালান আসার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
এ ব্যাপারে এক ফেসবুক স্ট্যাটাসে লি জানান, করোনা টিকার প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছানোয় তিনি আনন্দিত।

পাশাপাশি, নাগরিকদের জন্য করোনা টিকা নেওয়া ঐচ্ছিক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী লি। তবে, জনসাধারণকে করোনা টিকা নেওয়ার জন্য ব্যাপক উৎসাহও দিয়েছেন তিনি।

অন্যদিকে, বিশ্বে করোনা মোকাবিলায় অন্যতম সফল দেশ হিসেবে বিবেচিত হচ্ছে সিঙ্গাপুর। করোনায় মৃত্যুহার সবচেয়ে কম থাকা দেশগুলোর মধ্যে আছে সিঙ্গাপুর।

সাম্প্রতিক মাসগুলোতে দেশটির স্থানীয় পর্যায়ে দৈনিক সংক্রমণ প্রায় শুন্যের কোঠায় রয়েছে। সে কারণে আগামী সপ্তাহে সিঙ্গাপুর বিধিনিষেধ আরও শিথিল করারও পদক্ষেপ নিচ্ছে।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ফাইজারের করোনা টিকা সিঙ্গাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর