বিডিস্টল ডটকমের যুগপূর্তি
২৩ ডিসেম্বর ২০২০ ১৮:২৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ১৮:৪০
বাংলাদেশের গ্রাম-বাংলার বাজার ব্যবস্থাপনা ধারণার ওপর ভিত্তি করে ২০০৮ সালে অনলাইন মার্কেটপ্লেস চালু করে ই-কমার্স প্রতিষ্ঠান বিডিস্টল ডটকম। প্রতিযোগিতামূলক দামে বিকিকিনির এই মার্কেটপ্লেস তাদের যাত্রার একযুগ পূর্ণ হলো এ বছর।
বিডিস্টল ডটকম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানিকারক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিডিস্টল ডটকমে তাদের পণ্য প্রদর্শন করে থাকেন। ক্রেতারা এখান থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন। মানসম্মত সেবা দেওয়ার মাধ্যমে বিডিস্টল শুরু থেকেই গ্রাহকদের সন্তুষ্ট অর্জন করেছে।
এ বছর যুগপূর্তি উপলক্ষে বিডিস্টলের একজন মুখ্যপাত্র বলেন, চমকপ্রদ অফার আমাদের নীতি নয়, আমরা ক্রেতাদের পাইকারি ও ন্যায্য মূল্য সারাবছর পণ্য উপহার দিতে চাই। ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের বড় অর্জন।
বিডিস্টল ডটকমে কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য ও হোম অ্যাপ্লায়েন্স, নিরাপত্তা সংশ্লিষ্ট পণ্য, ট্রাভেল ও লাইফস্টাইল পণ্য, ফার্নিচার, রিয়েল এস্টেটসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।
অনলাইন মার্কেটপ্লেস ই-কমার্স গ্রাহক সন্তুষ্টি বিডিস্টল ডটকম যাত্রার এক যুগ