Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুক্তরাজ্য ফেরতদের করোনা সনদ না থাকলে ৭ দিনের কোয়ারেনটাইন’


২৩ ডিসেম্বর ২০২০ ১৬:৪১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ১৮:৫৩

ঢাকা: যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সনদ না থাকলে বাধ্যতামূলকভাবে সাত দিনের কোয়ারেনটাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন বৈশিষ্ট্যের কারণে সতর্কতামূলকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আশকোনার কোয়ারেনটাইন সেন্টারে জিন এক্সপার্ট টেস্ট এবং ভ্রাম্যমাণ আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাসের এই নতুন ধরনটি সম্পর্কে আমরা জেনেছি। আমরা নির্দেশনা দিয়েছি, যারা ইউকে থেকে আসবে, তাদের (সনদ না থাকলে) সাত দিন কোয়ারেনটাইনে রাখতে হবে। কোয়ারেনটাইন শেষে যুক্তরাজ্যফেরত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরে তারা বাড়িতে গিয়ে হোম কোয়ারেনটাইন করবেন। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটি যাতে বাংলাদেশে ছড়াতে না পারে, সেজন্য সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘যুক্তরাজ্য থেকে যারা আসবেন, তাদের জন্য বিমানবন্দর ইমিগ্রেশনে আলাদা লাইন করারও নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে এসে তারা আলাদা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ সারবেন। আমরা চাই না নতুন ধরনের করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ুক।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বন্ধ হবে কি না তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা বসে নেই। ফ্লাইট বাতিল করা হবে কি না তা আলোচনায় আছে। আমরা অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে।’

বিজ্ঞাপন

এর আগে ভ্রাম্যমাণ আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারিভাবে এই ল্যাব পরিচালনা করবে ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনোস্টিকস। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবে এই ল্যাব এবং মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পারবে। নমুনা দেওয়া ব্যক্তি পরীক্ষার ফলাফল অনলাইনে জানতে পারবেন।

একইসঙ্গে বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড-১৯ আছে কি না তা জানতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হবে আশকোনা হজ ক্যাম্পে নতুন চালু হওয়া জিন এক্সপার্ট ল্যাবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘আজকে যেসব পরীক্ষা উদ্বোধন করা হল, তাতে এখানে নমুনা পরীক্ষা করতে পারব। এটা করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সাহায্য করবে।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, আশকোনা কোয়ারেনটাইন সেন্টারের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফুর রহমান ও ডিএমএফআর মলিকিউলার ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান বক্তব্য দেন।

করোনাভাইরাস কোয়ারেনটাইন যুক্তরাজ্য ফেরত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর