ডিএসইতে সাড়ে ৩ মাসে সর্বোচ্চ লেনদেন
২৩ ডিসেম্বর ২০২০ ১৬:২৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ১৮:৫৬
ঢাকা: ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে লেনদেন লেনদেনে বড় ধরনের উত্থান হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে ২৬৯ কোটি টাকা ৬৬ লাখ টাকা বেশি।
গত সাড়ে তিন মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ আর্থিক লেনদেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ডিএসইতে ১ হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছিল। ওই দিনের পর আজ বুধবার ডিএসইতে সর্বোচ্চ কেনাবেচা হয়েছে।
এদিকে, বুধবার ডিএসইতে ৩৫৪টি প্রতিষ্ঠানের ৩৫ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ৫৯৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৬৯টির এবং ৯১টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
দিনশেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৩ পয়েন্টে উন্নীত হয়েছে। এদিন ডিএসই’র শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৬ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ১ হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন মঙ্গলবার ডিএসইতে ৮৭৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছিল।
অন্যদিকে, এদিন আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭৬টি প্রতিষ্ঠানের ১ কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ৬৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৬টির এবং ৬৪টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৪৪ পয়েন্টে উন্নীত হয়েছে। দিনশেষে সিএসইতে ৫২ কোটি ৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল মাত্র ৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।
টপ নিউজ ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন বৃদ্ধি শেয়ার লেনদেন