Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২


২৩ ডিসেম্বর ২০২০ ১৬:২১

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহিন হোসেন (৪৫) ও রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের সুলতান মোল্লার ছেলে কলেজছাত্র মো. রায়হান (১৭)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই দুজন মোটরসাইকেলযোগে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাটের উদ্দেশে যাচ্ছিল। পথের মধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইউপি সদস্য শাহিন ও কলেজছাত্র রায়হান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকায় পাঠান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে বুধবার সকালে আহত ইউপি সদস্য মো. শাহিন হোসেন ও কলেজছাত্র মো. রায়হান মৃত্যুবরণ করেন।

ইউপি সদস্য বরিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর