চিনিকল চালুর দাবিতে শ্যামপুরে আধাবেলা হরতাল পালিত
২৩ ডিসেম্বর ২০২০ ১২:২৫
রংপুর: রাষ্ট্রায়ত্ব ছয়টি চিনিকল চালুর দাবিতে রংপুরের শ্যামপুর বন্দর এলাকায় পূর্বঘোষিত আধাবেলা হরতাল পালিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে হরতালের সমর্থনে দফায় দফায় মিছিল করা হয়। শ্যামপুর বাজার, শ্যামপুর বন্দর ও শ্যামপুর হাটের দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, অবিলম্বে শ্যামপুরসহ সব চিনিকল চালু করতে হবে। আখ অন্য কোনো মিলে সরবরাহ না করে স্ব স্ব মিলে মাড়াই করতে হবে এবং বিগত মৌসুমের আখের টাকা ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।