Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দুয়ায় ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২


২৩ ডিসেম্বর ২০২০ ১০:৩৬

নেত্রকোনা: কেন্দুয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৯নং ওয়ার্ডের চন্দ্রগ্রাতী গ্রামের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ডিসেম্বর) রাতে কাউন্সিলর প্রার্থী আব্দুল কাইয়ুমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার ছিল প্রার্থী বাচাইয়ের শেষ দিন। যাচাই-বাচাইয়ের প্রক্রিয়া শেষে কাউন্সিল প্রার্থী খাইরুল ইসলামের সমর্থকরা মোটরবাইকে শোডাউন করে কাইয়ুমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় এ ঘটনাটি ঘটে। কাইয়ুমের মা মনোয়ারা খাতুন (৭৫) ও সমর্থক আবু কালাম (৩৫) আহত হন। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

আহত মনোয়ারা খাতুন বলেন, খাইরুলের সমর্থকরা মিছিল নিয়ে আমাদের বাড়ির ওপর দিয়ে যেতে চাইলে বাধা দেয়ায় তারা হামলা চালায়।

হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে খাইরুল ইসলামের ভাগ্নে আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ির সামনে দিয়ে আমাদের কর্মী-সমর্থকরা যাওয়ার সময় কাইয়ুমের বাড়ির লোকজন হামলা চালিয়ে মারধর করেছে।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কেন্দুয়া নেত্রকোনা সংঘর্ষ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর