Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: ২০ জনের সাক্ষ্য শেষ


২২ ডিসেম্বর ২০২০ ২২:৪৫ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ২৩:৫৯

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় তদন্ত কর্মকর্তা শেখ সফিকুল ইসলাম আদালতে জবানবন্দি দিয়েছেন। একইসঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরাও করেছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে তার জবানবন্দি ও জেরার বক্তব্য রেকর্ড করা হয়। এ নিয়ে এ মামলায় এ পর্যন্ত মোট ২০ জনের সাক্ষ্য ও জেরা শেষ হলো। মামলায় আসামিদের পরীক্ষা (৩৪২) এবং যুক্তিতর্কের জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজামসহ কয়েকজন।

বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের পত্নী মাহফুজা বেগম পাশবিক নির্যাতনের শিকার হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় ২০০২ সালের ৩০ আগস্ট সকালে সাতক্ষীরা গিয়েছিলেন ওই সময়কার বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কলারোয়া উপজেলার হিজলদি গ্রামের ওই নারীকে দেখে সড়ক পথে ঢাকায় ফেরার পথে সকাল ১১টায় কলারোয়া বিএনপি অফিসের সামনের সড়কে শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালানো হয়।

হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুঁড়ে। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই সময় গাড়িবহরে থাকা ১৫/২০টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন শেখ হাসিনার সফরসঙ্গী আওয়ামী লীগের নেতাকর্মীসহ কয়েকেজন।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মামলার তদন্ত কর্মকর্তা শেখ হাসিনা শেখ হাসিনার গাড়িবহরে হামলা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর