এবার অ্যান্টর্কটিকায় করোনার হানা
২২ ডিসেম্বর ২০২০ ২২:১২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ২২:৫৭
অ্যান্টার্কটিকা মহাদেশেও পৌঁছে গেছে নভেল করোনাভাইরাস। সেখানকার একটি সামরিক গবেষণা কেন্দ্রে ৩৬ জনের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। খবর বিবিসি।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) চিলির সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যান্টার্কটিকার ওই গবেষণা কেন্দ্রে থাকা ২৬ সেনা সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি দশজন ওই গবেষণা কেন্দ্রের বেসামরিক সহকারী।
এর আগে, ওই গবেষণা কেন্দ্রে মালামাল সরবরাহ কাজে নিয়োজিত একটি জাহাজে তিন জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর সেখানকার সদস্যদের করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।
এর মধ্য দিয়ে, পৃথিবীর সাত মহাদেশেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা সম্ভব হলো।
এদিকে, অ্যান্টার্কটিকায় চিলির যে চারটি স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে তাদের মধ্যে অন্যতম এই বার্নার্ডো ও’হিগিনস গবেষণা কেন্দ্র।
অন্যদিকে, চিলি করোনা আক্রান্ত এবং মৃতের তালিকায় বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে।