Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইর ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন


২২ ডিসেম্বর ২০২০ ১৭:১৮

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭ কোম্পানির ৫৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া মোট শেয়ারের পরিমাণ ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ১৫৮টি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএস) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে মঙ্গলবার ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইফাদ অটোস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এরপর বেক্সিমকো ফার্মা। এদিন কোম্পানিটির ৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, একমি ল্যাব, অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, বারাকা পাওয়ার, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ড্রাগন সোয়েটার, জেএমআই সিরিঞ্জ, এমএল ডাইং, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, রিং শাইন, এসকে ট্রিমস, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিল লিমিটেড, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স, ইউনাইটেড পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেন শেয়ার বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর