Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবিত উদ্ধার বস্তাবন্দি যুবক মারা গেলেন


২২ ডিসেম্বর ২০২০ ১১:৩৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১১:৪৭

ফাইল ছবি

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে শিমুল মিয়া (২৫) নামে এক জীবিত যুবককে বস্তাবন্দি করে ধানক্ষেতে ফেলে গিয়েছিলো দুর্বৃত্তরা। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

মৃত শিমুল মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার মোল্লাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অপহরণের পর মারধর করে। পরে মৃত ভেবে চলন্ত গাড়ি থেকে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের নেংড়াবাজার এলাকায় রাস্তার পাশের ধানক্ষেতে বস্তাবন্দি করে ফেলে দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে জীবিত অবস্থায় দেখেন। রিকশাভ্যানে ফুলপুকুরিয়া বাজারে নেওয়া হয়। সেখানে থেকে অন্য একটি বাহনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় শিমুল মারা যান। আজ সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গাইবান্ধা গোবিন্দগঞ্জ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর