Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশুর নদীতে কুমির অবমুক্ত


২২ ডিসেম্বর ২০২০ ০৯:৪২

মোংলা: সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে ৩টি কুমির পশুর নদীতে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) তাদের নদীতে ছেড়ে দেওয়া হয়।

সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৯০টি কুমির অবমুক্ত করা সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এরই অংশ হিসেবে ৩টি কুমিরের বাচ্চা অবমুক্ত করা হয়েছে ।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৫ নভেম্বর হাড়বাড়িয়া এলাকাতে আরও ৩টি কুমির অবমুক্ত করা হয়েছিল।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. বিল্লাল হোসেন, যুগ্মসচিব আ. রাজ্জাক, উপসচিব এএসএম ফেরদৌস, বন সংরক্ষক মঈনুদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিতি ছিলেন।

অবমুক্ত করমজল কুমির পশুর নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর