Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির বিরুদ্ধে চিঠি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিতে আহ্বান


২১ ডিসেম্বর ২০২০ ১৯:২৬

ঢাকা: বিশিষ্ট ৪২ নাগরিক নির্বাচন কমিশন (ইসি) প্রসঙ্গে রাষ্ট্রপতি বরাবর যে বিবৃতি দিয়েছেন, তা আমলে নিয়ে ইসি’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পত্র-পত্রিকায় যেসব খবর প্রকাশিত হয়েছে, তার ফলে ইসি’র কার্যক্রম সম্পর্কে দেশবাসী সম্যক অবহিত হয়েছেন। জনমনে উত্থাপিত প্রশ্ন ও পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেওয়ায় ৪২ বিশিষ্ট নাগরিক উদ্বিগ্ন হয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি লিখতে বাধ্য হয়েছেন। তাদের এই চিঠি বিবেচনায় নিয়ে ইসির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ এই নেতা এ আহ্বান জানান। গত ১৪ ডিসেম্বর দেশের ৪২ বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতি বরাবর ইসি’র বিরুদ্ধে ওই চিঠি দেন। তাতে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে কমরেড খালেকুজ্জামান বলেন, ৪২ বিশিষ্ট নাগরিক ইসি’র বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরাসরি কথা বলার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রপতির কাছে দেওয়া আবেদনে নির্বাচন কমিশনের ‘গুরুতর অসদাচরণ ও আর্থিক দুর্নীতি’র কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেছেন। এসব অভিযোগের মধ্যে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে ২ কোটি টাকারও বেশি গ্রহণ, কর্মচারী নিয়োগের নামে ৪ কোটি ৮ লাখ টাকার দুর্নীতি, নিয়ম বহির্ভূতভাবে তিনটি গাড়ি ব্যবহার ও ইভিএম কেনায় অনিয়মের মতো অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অসদচারণের মধ্যে রয়েছে একাদশ জাতীয় সংসদ, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম। চিঠিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করে ববস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বিশিষ্ট নাগরিরা। কিন্তু এ বিষয়ে জনমতের তোয়াক্কা না করে ও নাগরিকদের উদ্বেগ বিবেচনায় না নিয়ে সরকারের বিভিন্ন মহল ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হচ্ছে ও বিষোদগার করা হচ্ছে, তার তার তীব্র নিন্দা জানান কমরেড খালেকুজ্জামান।

তিনি বলেন, কোনো অভিযোগ এলে তা বিবেচনা করার ন্যূনতম সৌজন্যবোধও সরকারি মহল হারিয়ে ফেলেছে। কিন্তু নাগরিকদের উদ্বেগ ও জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বর্তমান ইসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ তৈরির স্বার্থে নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দীর্ঘদিনের গণদাবি অবিলম্বে পূরণ করতে হবে। এই দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তি গোষ্ঠীর প্রতি আহ্বান জানান তিনি।

৪২ নাগরিকের চিঠি ইসি ইসির বিরুদ্ধে ব্যবস্থা কমরেড খালেকুজ্জামান নির্বাচন কমিশন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর